কেডস শব্দটি আসলো কোথা থেকে ?

আসেন আজকে একটু জ্ঞান শেয়ার করি ।

আমরা ছোট বেলা থেকে কেডস শব্দটা শুনে আসছি .জাম্প কেডস /বেলি কেডস বা রানিং জগিং স্পোর্টস ধাচের জুতাগুলোকে আমরা কেডস বলে থাকি । কিন্তু মজার কথা কি জানেন?

কেডস বলে্ আসলে জুতাতে কোন ক্যাটাগরিই নাই ,মটরসাইকেলকে যেমন আমরা ছোট বেলা থেকে হোন্ডা নামে জানতাম বিষয়টা ঠিক এমন । হোন্ড জাস্ট একটা মটরসাইকেল কোম্পানি। তেমনে কেডস ১৯১৬ সালে জন্ম নেয়া একটা জুতার কোম্পানি যার কেডস ব্র্যান্ড নামে জুতা বিক্রি করে। কেডস কোম্পানির নাম সে সময়ে বিশ্বে এত ছড়িয়ে পড়ে যে জুতার নামই হয়ে যায় কেডস যেমনটা মটরসাইকেলকে মানুষ হোন্ডা বলে ডাকে।

কেডস নামে আমরা যেসব জুতা জানি সেটার সঠিক নাম আসলে স্নিকার্স / স্পোর্টস সু /রানিং সু ইত্যাদি।

১৯১৬ সালের সে কেডস কোম্পানি বহু বছর দাপটের সাথে ব্যবসা করলেও পরে নাইকি এডিডাসের প্রভাবের কারণে মার্কেট শেয়ার হারাতে থাকে । তবে কোম্পানিটি এখনো টিকে আছে তবে আগের সেই জুলুস নেই ।

আশা করি নতুন কিছু জানতে পেরেছেন চরণযুগলের মাধ্যমে।

Leave a Reply

Your email address will not be published.

X
});
× চরণযুগলের সাথে চ্যাট করুন