Category: Blog

এ কেমন জুতা আনছে এডিডাস !!

এই অদ্ভুত জুতাখানা তৈরি করার জন্য যখন মিউজিশিয়ান (র‍্যাপার ) টমি ক্যাশ এডিডাসের কাছে প্রস্তাবটা রেখেছিলো তাও ৫ মাস আগে তখন এডিডাস বেশ অবাক হয়েছিলো !! কিন্তু প্রস্তাবনার ৫ মাস পর এডিডাস উল্টো টমি ক্যাশের কাছে গিয়ে বললো চলো ধামাকা করি !!

জুতাটা আসলে ১ মিটার লম্বা মানে পাক্কা ৩.২৮ ফুট !!!এত লম্বা জুতা বাজারে ছাড়ার চিন্তা এর আগে কেউ করিনি। অনেকে এটাকে সোশ্যাল ডিসটেনসিং জুতাও বলছে। মানে এই জুতা পা দিলে মানুষ আপনার থেকে নিরাপদ দুরুত্বে থাকতে বাধ্য হবে যেটা করোনা স্বাস্থ্যবিধির দিকেই ইঙ্গিত করে।

তবে ভিতরের খবর হলো টমি ক্যাশকে নিয়ে মিউজিশিয়ান বিশেষ করে যারা র‍্যাপ সঙ্গিতের সাথে জড়িত বা তাদেরকে উদ্দেশ্যে করে নতুন সিরিজের জুতা আনবে এডিডাস আর এর একটা ঝলক হলো এই ১ মিটার লম্বা জুতাটি । এর অনেকগুলো ভার্সন থাকবে অনেকগুলো মডেল থাকবে এবং জুতাগুলোতে টমি ক্যাশের সাইনও থাকবে। এই এক মিটার লম্বার জুতাটিতে ফিঁতার ঘর কয়টি জানেন ? বেশিনা মাত্র ৪০ টি !!

তবে এই নতুন ধরনের জুতার বিজনেসে টমি ক্যাশ বা প্রফিটের কত পার্সেন্ট তার হবে এ বিষয়ে কোন তথ্য এখনো এডিডাস বা টমি ক্যাশ করেনি

দু:খের তুলনা -কৃষ্ণচন্দ্র মজুমদার

একদা ছিল না ‘জুতো’ চরণ-যুগলে
দহিল হৃদয় মম সেই ক্ষোভানলে।
ধীরে ধীরে চুপি চুপি দুঃখাকুল মনে,
গেলাম ভজনালয়ে ভজন কারণে !
দেখি তথা এক জন, পদ নাহি তার,
অমনি ‘জুতো’র খেদ ঘুচিল আমার,
পরের অভাব মনে করিলে চিন্তন
নিজের অভাব ক্ষোভ রহে কতক্ষণ ?

পৃথিবীর সবচেয়ে দামী জুতা জোড়া

সংযুক্ত আরব আমিরাতের জাদা দুবাই নামের একটি কোম্পানি বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল হীরার জুতা বাজারে নিয়ে এসেছে। এই জুতাই বিশ্বের সবচেয়ে দামি জুতা। নাম দেওয়া হয়েছে দ্য প্যাসন ডায়মন্ড সু।

বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল জুতার দাম ১ কোটি ৭১ লাখ ডলার

২৫ সেপ্টেম্বর বুধবার বিশ্বের একমাত্র সেভেন স্টার হোটেল বুর্জ আল আরবে ব্যয়বহুল এই জুতার মোড়ক উন্মোচন করা হয়েছে। দীর্ঘ ৯ মাসের পরিকল্পনায় এই জুতাটি তৈরি করেছে জাদা দুবাই নামের একটি কোম্পানি। যার বাজার মূল্য নির্ধারণ করা হয়েছে ১৩ মিলিয়ন পাউন্ড বা ১৭ মিলিয়ন মার্কিন ডলার (বাংলাদেশি ১৪৪ কোটির বেশি টাকা)। দ্য সান, খালিজ টাইমস।

এই জুতায় ব্যবহার করা হয়েছে হীরা এবং খাঁটি সোনা। জুতার ওপরের অংশে চারদিকে শত শত হীরার টুকরার পাশাপাশি থাকছে ১৫ ক্যারেটের দুই খণ্ড হীরা। এই উদ্বোধনী অনুষ্ঠানে ভিআইপি, বিশিষ্টজন, গণমাধ্যমসহ প্রায় ৫০ জন অতিথি আমন্ত্রিত হয়েছেন।

জুতা জোড়ার ডিজাইনার ও জাদা দুবাইয়ের সহপ্রতিষ্ঠাতা ও সৃজনশীল পরিচালক মারিয়া মাজারি বলেন, হীরা দিয়ে জুতা জোড়ার নকশা করেছে জাদা দুবাই। দুর্লভ হীরা ব্যবহার করা হয়েছে এতে।

উল্লেখ্য, এর আগে বিশ্বের ব্যয়বহুল জুতা তৈরির রেকর্ড ছিল ডেবি উইংহামের হাই হিল। এর মূল্য ছিল প্রায় ১৫ দশমিক ১ মিলিয়ন ডলার।