
করোনা প্রতিরোধে সামাজিক দুরুত্বের এ কেমন জুতা !!
করোনা রোধ করতে জুতা ? শুনতে অবাক হলেও এমন একটি জুতা তৈরি করেছেন রোমানিয়ার জুতার কারিগর গ্রিগোর লুপ। তিনি এর নাম দিয়েছেন Social Distancing Shoe

ইউরোপের সাইজ ধরলে এই্ জুতার সাইজ হয় ৭৫ নাম্বার হয় , সাধারণত মানুষজন ৪৮ সাইজ সর্বোচ্চ জুতা পড়ে থাকে।
৩৯ বছর ধরে তিনি রুমানিয়ার ট্রানসিলভেনিয়ান শহরে চামড়ার জুতা তৈরি করে আসছেন মুলত করোনার প্রকোপে তিনি দেখতে পান মানুষজন সামাজিক দুরুত্ব মেনে চলছেনা ,তা

অদ্ভুত ধাঁচের এই্ জুতাগুলোর এখন পর্যন্ত ৫টি অডার পেয়েছেন বলে জানিয়েছেন তিনি এবং প্রতি জোড়া জুতার দাম ১১৫ ডলার করে পড়বে বলেও জানান। কেউ চাইলে তার থেকে প্রি অর্ডারে বানিয়ে নিতে পারে এ জুতাটি।