নিয়াজ আহমেদ
নিয়াজ আহমেদ
-
চরণযুগলে যতবারই জুতা কিনেছি তারা বেশ আন্তরিকতার সাথেই হেল্প করেছে ,এছাড়া সাইজের একটা ইস্যু থাকে সবসময় ,সে বিষয়েও তারা বেশ পারফেক্টলী হেল্প করেছে। আমি চরণযুগলকে রিকমান্ড করছি অনলাইন ফুটওয়্যার স্টোর হিসেবে।