একজন মানুষ সারাজীবনে কতটুকু হাঁটে?
একটা মানুষ প্রতিদিন কতটুকু হাঁটে ?
এ জবাব খুজতে গিয়ে দেখা যায় নানা ভিন্ন ভিন্ন তথ্য ,২০১০ সালের এক রিসার্চে দেখা গেছে একজন আমেরিকান প্রতিদিন এভারেজ ৫১১৭ স্টেপ হাটে আবার সুইজারল্যান্ডের মানুষদের ক্ষেত্রে দেখা গেছে ৯৬৬৫ স্টেপ হাটে আবার জাপানে দেখা গেছে ৭১৬৮ স্টেপ হাঁটে আবার জার্মানীরা ৬৫৩২ স্টেপ হাঁটে বলে জানা যায়।
২০১৭ সালে এ্যাক্টিভিটি ট্রেকার Argus এ্যাপস তার ৭ লাখ ইউজার ডাটা বিশ্লেষণ করে জানিয়েছিলো যে সবচেয়ে বেশি হাটে হংকং এর মানুষ যারা প্রতিদিন এভারেজে ৬৮৮০ স্টেপ হাটে। তবে এটা যেহেতু এ্যাপস ভিত্তিক তাই মুল ডাটা পাওয়া কঠিন ।
মোটামুটি একটা গ্রহণযোগ্য মতামত হলো বর্তমানে একটা মানুষ প্রতিদিন এভারেজ ৭-৮ হাজার স্টেপ দেয় । হিসাব করে দেখা গেছে একটা মানুষ যদি গড়ে প্রতিদিন ৭৫০০ স্টেপ হাঁটে দেয় এবং সে যদি ৮০ বছর বাঁচে তাহলে সে পৃথিবীকে ৫বার ঘুরে আসার সমান হাঁটে তার সারাজীবনে
আশা করি তথ্যগুলো আপনাদের ভালো থাকবে আপনার পায়ের সঙ্গি হোক চরণযুগল