জুতার শেপে চার্চ-যার পিছনে মর্মস্পর্শী কাহিনী
এটার নাম High-Heel Wedding Church !!!
মেয়েদের হাই হিল শেপে তৈরি করা তাইওয়ানে অবস্থিন একটি চার্চ তবে এটা শুধু বিয়ের কাজেই ব্যবহার করা হয়। মেয়েদের হাইহিল শেপে তৈরি এই চার্চটি এর মাঝেই তাইওয়ানের পর্যটকদের কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে।
তবে মেয়েদের জুতার আদলে এই চার্চ নির্মাণের পেছনে আছে স্থানীয় এক তরুণীর করুণ জীবন কাহিনী।
১৯৬০ সালে এখানকার এক দরিদ্র তরুণী ওয়াং ‘ব্ল্যাকফুট’ রোগে আক্রান্ত হয়। তার দুই পা তখন কেটে ফেলতে হয়। এর ফলে তার বিয়ের অনুষ্ঠান বাতিল হয়ে যায়।
মেয়েটি স্থানীয় এক চার্চে কাজ করতো এবং এই রোগে আক্রান্ত হয়ে দুই পা কেটে ফেলার কারণে তার আর কখনোই বিয়ে হয়নি।
বলা হচ্ছে হাই হিল আকৃতির এই চার্চ সেই মেয়ের স্মরণে তৈরি করা হয় ২০১৬ সালে।